Skip to content
Motorola Signature:
এই ফোনটি নতুন ফ্ল্যাগসিপ স্মার্টফোন এবং Signature সিরিজের প্রথম মডেল। এই সংস্থাটি এই ফোনে সাত বছর ধরে সিকিউরিটি আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। এই হ্যান্ডসেট মোবাইলে রয়েছে 8k ভিডিও রেকর্ডিং চারটি 50 মেগা পিক্সেল ক্যামেরা Dolby Atmos এর সাথে ডুয়াল স্টোরিও স্পিকার, জলরোধী রেটিং এবং আরো অনেক কিছু । চলুন এই ফোনটির আরও খুটিনাটি তথ্য দেখে নেওয়া যাক…
Motorola Signature ফিচার্স
এই ফোনের সামনে দিকে 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যা এই ফোনে 165 হাটজ রিফ্রেশ রেট । ক্রাচ থেকে রক্ষার জন্য Corning victus 2 কভার আছে। সিকিউরিটির জন্য রয়েছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনের লেটেস্ট 16 প্রি ইন্সটল করা আছে।

Motorola Signature এই ফোনের পিছনদিকে আছে 3x অপটিকাল জুমের সাথে ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে আছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। পিছনের ক্যামেরা 8k রেজোলিউশনে 30fps ভিডিও তৈরি করতে পারে। অ্যাকশন শট 100× সুপার জুম প্রো, ফেস রিটাচ, ডুয়েল ক্যাপচার ভিডিও ডুয়েল ক্যাপচার ভিডিও, নাইট ভিশন ও নাইট ভিশন ও লাইফ ফিল্টার অজস্র ক্যামেরা ফিচারস আছে। এই ফোনে র্্যাম 12 জিবি ও 512 জিবি স্টোরেজ আছে।
Motorola Signature এই ফোনে 5200mAh সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে যা ৫০ ওয়াট ওয়ারলেস ফাস্ট চার্জিং ও 5w রিভার্স ওয়ার্ড চার্জিং সাপোর্ট এর সাথে যুক্ত।
Motorola Signature এই ফোনের দাম রাখা হয়েছে ৮৯৯ ইউরো যা ভারতীয় মুদ্রায় ৮২ হাজার টাকার সমান। আগামী দিনে ফোনটি ভারতে লঞ্চ হবে এবং ফ্লিপকার্ট থেকে বিক্রি হবে।