Site icon

Prabhas RajaSaab Film: ছবি পর্দায় আসতেই সিনেমা হলে তান্ডব! অবাক করা কান্ড ভক্তদের

RajaSaab Film News: ছবি প্রকাশ্যে এসেছে একাধিক ফুটেজ। দেখা যাচ্ছে, ওড়িশার একটি সিনেমাহলের ভিতরেই কাগজে আগুন ধরিয়ে দিচ্ছেন ভক্তরা।

RajaSaab: দীর্ঘ অপেক্ষার পরে, প্রভাস (Prabhas)-এর সিনেমা মুক্তি পেয়েছে। বক্সঅফিসে ভালই ব্যবসা করছে এই সিনেমা। তবে প্রভাসের মুক্তি পাওয়া সিনেমা, ‘রাজা সাব’ (RajaSaab) নিয়ে সিনেমাহলে একের পর এক ঘটনা ঘটে চলেছে। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একাধিক ভক্ত কুমিরের প্রতিকৃতি নিয়ে ঢুকে পড়েছিলেন সিনেমাহলে। এমনকি সিনেমা দেখার সিনেমাহলের জন্য দরজা পর্যন্ত ভাঙচুর করা হয়েছে! আর এবার, সিনেমা দেখতে গিয়ে সিনেমাহলেই আগুন লাগিয়ে দিলেন অনুরাগীরা!

তবে সিনেমা মুক্তির পর ভক্তদের বা৺ধ ভাঙা উল্লাস প্রভাসের গানের তালে নাচ করছেন, উচ্ছ্বাস করছেন। পর্দা জুড়ে যখনই প্রভাস এসেছেন,ঠিক তখনই সিনেমাহলের ভিতরে কাগজ জমিয়ে তাতে আগুন ধরিয়ে দিয়েছেন অনুরাগীরা। মেতে উঠেছেন উচ্ছ্বাসে, গলা ফাটিয়ে প্রভাসের জয়ধ্বনি ও দিয়েছেন। তবে সোশ্যাল মিডিয়ায় এই ফুটেজ প্রকাশ্যে আসার পরেই সমাজমাধ্যম ঘিরে নিন্দার ঝড়।

‘RajaSaab ‘ মুক্তি পেতেই যেন আবেগ সামলাতে পারেননি ভক্তরা। ছবি দেখার জন্য ভোরবেলা থেকেই তাণ্ডব শুরু হল সিনেমাহলে ! ভাঙা হল দরজা, সিনেমাহলের সামনে থিকথিক করছে ভিড়। হায়দরাবাদে ভোর থেকেই সিনেমাহলের সামনে ভিড় চোখে পড়ে নজরে পড়ার মতো। সকালেই যেন প্রহর গুনছিলেন প্রভাসের ছবি মুক্তি পাওয়ার। একটা সময়ে, ধৈর্য্যের বাঁধ ভাঙে। সিনেমাহলে দরজা খুলতেই, কার্যত স্রোতের মতোই ঢুকতে শুরু করেন দর্শকেরা। এখানেই শেষ নয়, RajaSaab ছবির একটি পোস্টার রয়েছে, যেখানে তিনি একজন কুমিরকে ঘায়েল করছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই পোস্টার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি, ‘RajaSaab’-এর আয় এখন পর্যন্ত ৫৪.১৫ কোটি।

Exit mobile version