Site icon

MI vs RCB, WPL 2026 Live Updates: প্রথম ম্যাচের মুখোমুখি হচ্ছে মুম্বই বনাম বেঙ্গালুরু।

MI vs RCB Scorecard :2026 মহিলা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে টস জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন স্মৃতি মান্ধানা। অর্থাৎ মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাট করতে হবে।

ব্য মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিওপেনিং ম্যাচটি নয়ামে আয়োজন করা হচ্ছে। গতবছর (Royal Challengers Bengaluru) স্মৃতি মান্ধানার নেতৃত্বে ট্রফি জয় করেছিল।

প্রথম ইনিংস শেষে মুম্বই ইন্ডিয়ান্সয়ের রান 154/6 উইকেট হারিয়ে,MI vs RCB Scorecard :মুম্বই ইন্ডিয়ান্সয়ের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেছে Sajeevan Sajana 25 বলে 45 রান।

Exit mobile version